৪৪ তম বিসিএস পরীক্ষা-২০২১ -এর প্রিলিমিনারি টেস্টের (এমসিকিউ টাইপ) আসন ব্যবস্থা, সময়সূচি ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসির প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর প্রিলিমিনারি টেস্ট (এসসিকিউ টাইপ) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে আগামী ২৭ মে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ৪৪তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় মোট ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী অংশ নিচ্ছে। মোট পরীক্ষা নম্বর ২০০। আসন বিন্যাস সময়সূচি এবং পরীক্ষা পরিচালনার জরুরি নির্দেশনা পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টা ২৫ মিনিটে শিক্ষার্থীরা নির্ধারিত পরীক্ষা হলে প্রবেশ করে নির্দিষ্ট আসন গ্রহণ করবেন। পরীক্ষার হলে প্রবেশের সময় প্রার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। বিশেষভাবে উল্লেখ্য, মাস্ক ছাড়া কোনো পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না। প্রশ্নপত্র বিতরণের পর (সকাল ১০টা) কোনো প্রার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেয়া হবে না। প্রশ্নপত্র দেয়ার পর পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত (দুপুর ১২টা) কোনও প্রার্থী পরীক্ষা কক্ষ ত্যাগ করতে পারবেন না। পরীক্ষা কক্ষে পরিদর্শকরা প্রার্থীর প্রবেশপত্রের ছবি, রেজিস্ট্রেশন নম্বর এবং জাতীয় পরিচয়পত্র (প্রয়োজনে) পরীক্ষা করতে পরিদর্শককে নির্দেশনা দেয়া হয়েছে। কোনো প্রার্থীর ছবি, স্বাক্ষর, প্রবেশপত্র এবং উত্তরপত্রের নাম ও রেজিস্ট্রেশন নম্বরের গড়মিলসহ কোনো অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, কোনো প্রার্থী পরীক্ষায় নকল, মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইসসহ প্রবেশ, এসব প্রযুক্তির মাধ্যমে কোনো অসদুপায় অবলম্বন করলে বা কোনও অসদাচরণের জন্য দোষী সাব্যস্ত হলে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা অনুসরণে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া তাকে ভবিষ্যতে কমিশনের কোনো নিয়োগ পরীক্ষায় অংশ নিতেও দেয়া হবে না।