মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
সাভারে অভিনব কৌশলে ভেন্টিলিটার ভেঙ্গে পলাশ ইলেকট্রনিক্স নামে যমুনা এবং ভিভোর একটি শোরুমে চুরি হয়েছে। রােববার (০৮ মে) দিবাগত রাতের কোনো এক সময় পৌরসভার ছায়াবিথী এলাকার হাজ্বী সেলিমের পাঁচ তলা ভবনের নিচ তলায় দুর্ধর্ষ এই চুরির ঘটনা ঘটে।
এঘটনায় চুরির বিষয়টি উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন শোরুম মালিক মো: সালাউদ্দিন পলাশ। পলাশ ইলেকট্রনিক্সের মালিক মো: সালাউদ্দিন পলাশ জানান, শোরুমের তালা অক্ষত অবস্থায় আছে। দুর্বৃত্তরা বাহির থেকে ভবনের ভেন্টিলিটার ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এ ঘটনা ঘটিয়েছে।
তিনি জানান, প্রতিদিনের ন্যায় গতকাল রাত ১১টায় দোকান বন্ধ করে বাড়ি চলে যান। পরে আজ সকাল ১০টায় তালা খুলে শোরুমের ভিতরে প্রবেশ করে দেখেন ভবনের ভেন্টিলিটার ভেঙ্গে ২২টি মোবাইল ফোন (আনুমানিক মূল্য সাড়ে তিন লক্ষ টাকা), সিসি ক্যামেরার ডিভিআর, ব্যাংক চেক বই, বকেয়া হিসাব খাতা ও ক্যাশ বক্সে থাকা নগদ ২১ হাজার টাকাসহ প্রায় চার লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পরে তিনি চুরির ঘটনা উল্লেখ করে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এঘটনায় স্থানীয়রা জানায়, যেভাবে চোর ভেন্টিলিটার ভেঙ্গে প্রবেশ করে দীর্ঘ সময় ধরে চুরি করেছে, এ থেকে ধারণা করা হচ্ছে এটি ছিল পূর্বপরিকল্পিত। এমনকি চুরির আগে বেশ ভালোভাবেই ঘটনাস্থল রেকি করা হয়। এদিকে দুর্ধর্ষ চুরির ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশসহ পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর রমজান আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।