মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
সাভারে আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন করতে যাচাই-বাছাই সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৭ জুন) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব মঞ্জুরুল আলম রাজীব। এসময় সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুর রহমান ও বিভিন্ন জনপ্রতিনিধিসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পর্যায়ক্রমে সরকারের এ আশ্রয়ন প্রকল্পের কাজ রয়েছে চলমান, হয়তো কখনো আবেদন গ্রহন, কখনো সরেজমিন তদন্ত, কখনো যাছাই বাছাই, কখনো চূড়ান্ত তালিকা, কখনো বা ঘর নির্মাণ আর কখনো বা হাসিমুখে হাসি ফুটিয়ে ঠিকানাহীনদের নতুন ঠিকানা হস্তাস্তর। এ ভাবেই চলছে, আর সরকারের বক্তব্য প্রত্যেকের ঠিকানা নিশ্চিত না হওয়া পর্যন্ত চলতে থাকবে এ কার্যক্রম। যা বাংলায় কেন বিশ্বের ইতিহাসে বিরল।