টসের ভাগ্য পক্ষে আসেনি বাংলাদেশের। সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্টেও একই অবস্থা। টস জিতে পেস বান্ধব কন্ডিশনে বাংলাদেশকে আগে ব্যাট করতে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১১ রান। আভাস অনুযায়ী বাংলাদেশ একাদশে এসেছে দুই বদল। মোস্তাফিজুর রহমানের বদলে সুযোগ পেয়েছেন শরিফুল ইসলাম। প্রায় ৮ বছর পর টেস্টে নামছেন এনামুল হক বিজয়। তাকে জায়গা করে দিতে বিশ্রাম দেওয়া হয়েছে বাজে ফর্মে থাকা সদ্য সাবেক অধিনায়ক মুমিনুল হককে। ২০১৪ সালের জুলাইতে ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই সর্বশেষ টেস্ট খেলেছিলেন এনামুল হক বিজয়। দীর্ঘ ৮ বছর পর ফের ওয়েস্ট ইন্ডিজের মাটিতেই প্রত্যাবর্তন হলো বিজয়ের।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন ও খালেদ আহমদ।