রাজধানীর শাহবাগ এলাকা থেকে চারজনকে গ্রেপ্তারের পর র্যাব বলছে তারা ‘ছিনতাইকারী’ চক্রের সদস্য।
তারা হলেন- মো. জাহিদ বুলেট (২২), মো. সুজন (৩০), মো. কাদের ওরফে সানি (৩০) ও সাইফুল ইসলাম প্রামাণিক (২৬)।
গত রোববার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার মো. খায়রুল কবীর।
তিনি বলেন, শাহবাগ এলাকায় কয়েকটি ছিনতাইকারী চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে রাস্তায় চলাচলরত জনসাধারণকে জিম্মি করে ভয়ভীতি প্রদর্শন ও আঘাত করে মোবাইল ফোন, টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিচ্ছে।
এমন অভিযোগের ভিত্তিতে র্যাব-৩ এর অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে জানিয়ে তিনি বলেন, এসময় গ্রেপ্তারদের কাছ থেকে দুটি চাকু, ব্লেড ও নগদ ২ হাজার ৭৭০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা খায়রুল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, দীর্ঘদিন ধরে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী, রিকশা ও বাস আরোহী এবং অটোরিকশার যাত্রীদের কাছ থেকে মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছে।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
সূএ:bd news