নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেশি দামে চাল বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর। প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি দামে চাল বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে এ টাকা জরিমানা করা হয়। সোমবার দুপুরে উপজেলার তারাব পৌরবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রদর্শিত মূল্য তালিকার চেয়ে বেশি মূল্যে চাল বিক্রি করা এবং মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করার অপরাধে তারাব পৌর বাজারের দুই চাল ব্যাবসায়িক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় মেসার্স শফিকুল রাইস এজেন্সিকে ৫০ হাজার টাকা এবং মেসার্স যুগল টেডার্সকে ৫০ হাজার টাকা ও ৪৫ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।