যমুনা ব্যাংক লিমিটেড, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগ, প্রধান কার্যালয়, ঢাকা এর উদ্যোগে ‘‘ইফেক্টিভ কমপ্লায়্যান্স অব মানি লন্ডারিং এন্ড টেররিষ্ট ফাইন্যান্সিং রিস্ক” শীর্ষক একটি কর্মশালা সম্প্রতি ব্যাংকের নিজস্ব ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় ব্যাংকের ১০টি মডেল শাখার শীর্ষ পর্যায়ের কমকর্তাগণ উপস্থিত ছিলেন।প্রশিক্ষণ কর্মশালার বিভিন্ন গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করেন বিএফআইইউ এর অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ মহসিন হোছাইনী ও ডেপুটি পরিচালক জনাব মোঃ আশরাফুল আলম। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন জনাব মোঃ আবদুস সালাম, ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব), যমুনা ব্যাংক লিঃ। এছাড়া আরও উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক লিমিটেড এর কেমেলকো ও উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব এ.কে.এম. আতিকুর রহমান, ডেপুটি কেমেলকো ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব মোঃ মনজুরুল আহসান শাহ্, মানব সম্পদ বিভাগ এর প্রধান ও সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব আবুল ফয়সাল মান্নান এবং মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগ এর প্রধান ও সিনিয়র এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব সাজিয়া আফরীন আতিক।