১৮ ইনিংস পর টেস্টে সেঞ্চুরির দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে ২৮২ বলে ১০৫ রানের ইনিংস খেলেছেন অভিজ্ঞ এই ব্যাটার। চতুর্থ দিনের খেলা শেষে মুশফিকুর রহিম আহ্বান জানিয়েছেন, ক্রিকেটারদের বাজে সময়ে সমর্থকদের পাশে থাকার জন্য। সমর্থদের উদ্দেশ্যে ক্ষুব্ধও হয়েছেন মুশফিক। ভালো করলে সমর্থকরা ক্রিকেটারদের ব্র্যাডম্যানের কাতারে নিয়ে যান। কিন্তু বাজে সময়ে সমর্থদের খুঁজে পাওয়া যায়নি বলে আক্ষেপ করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। তিনি বলেছেন, ‘এটা (বিতর্ক তৈরি করা) স্বাভাবিকভাবেই কোনো খেলোয়াড়ের জন্য কাম্য না। কারণ একমাত্র বাংলাদেশেই দেখেছি একটা সেঞ্চুরি করলে ব্র্যাডম্যানের চেয়ে বড় কিছু হয়ে যায়। আবার দুই-তিনটা ম্যাচ রান না করলে গর্তের মধ্যে ঢুকে যায় (সমর্থকরা)। এটা একমাত্র বাংলাদেশেই হয়। জানি না এটা কারা করে, এটা তাদের সমস্যা।’ দর্শকরা যদি আরও ভালোভাবে সমর্থন যোগান তাহলে তা খেলোয়াড় ও বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ভালো হবে। মাঠের বাইরে সমর্থন না যোগালে মাঠের ভেতরে পারফর্ম করা কঠিন হয়ে যায় বলেও মন্তব্য করেছেন মুশফিক। তিনি বলেন, ‘আমার মনে হয় তারা যদি আরো ভালোভাবে বাংলাদেশ দলকে সমর্থন জোগান, তাহলে খেলোয়াড়দের জন্য ও বাংলাদেশ ক্রিকেটের জন্য আরো ভালো। কারণ আমরাতো সিনিয়র ক্রিকেটার, আমরা হয়তো বেশিদিন খেলবও না। আমি মনে করি জুনিয়র ক্রিকেটারদের যদি সমর্থনটা দেওয়া যায় তাহলে তারা আরো অনুপ্রাণিত হবে। কারণ অন দ্য ফিল্ড আমাদের এত কিছু করতে হয়, এখন অফ দ্য ফিল্ডে যদি এগুলো করতে হয়, তবে মাঠের কাজগুলো কঠিন হয়ে যায়।’