আইটি খাতের কোম্পানি ড্যাফোডিল কম্পিউটারস লিমিটেডের পরিচালনা পর্ষদ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের স্থায়ী ক্যাম্পাসের জন্য রাজধানীর উত্তরায় ভবনসহ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটির পরিচালনা পর্ষদ উত্তরা-৪ এর রূপায়ণ সিটিতে ৩৪ হাজার ৯ বর্গফুটের ৮ তলা বিশিষ্ট ভবনসহ ১৩ দশমিক ২০ শতাংশ জমি কিনবে। ভবনটির সঙ্গে খেলার মাঠের সুবিধাও থাকবে। নিবন্ধন ও আনুষঙ্গিক খরচসহ এটি ক্রয় করতে ৪৪ কোটি ২২ লাখ দুই হাজার ৫০০ টাকা ব্যয় হবে। আর ভবনসহ জমিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের স্থায়ী ক্যাম্পাস হিসেবে ব্যবহার করা হবে।