বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) চাঁদপুর প্রেসক্লাব ভবনে “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এই অনুষ্ঠান আয়োজনে প্রধান ব্যাংক হিসেবে কাজ করে। অনুষ্ঠানে চাঁদপুর জেলার ৩৩টি তফসিলি ব্যাংকের ৬৪ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) অতিরিক্ত পরিচালক জনাব মোহাম্মদ মাহবুব আলম প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড (এফএসআইবিএল)-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (সিএএমএলসিও) জনাব মুহাম্মদ মুস্তফা খায়ের। জনাব রুমান আহমেদ, যুগ্ম পরিচালক এবং জনাব মোঃ ফয়সাল কবির, BFIU এর সহকারী পরিচালক প্রশিক্ষণ কর্মসূচীতে AML এবং CFT এর বিভিন্ন বিষয়ে সেশন পরিচালনা করেন। এফএসআইবিএল-এর ইভিপি ও ডেপুটি চিফ অ্যান্টি মানি লন্ডারিং কমপ্লায়েন্স অফিসার (ডিসিএএমএলসিও) ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কুমিল্লার জোনাল হেড জনাব শামসুল করিম মজুমদার এবং এফএসআইবিএল-এর অন্যান্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।