বাংলাদেশ ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য পুনঃঅর্থায়ন প্রকল্পের আওতায় একটি অংশগ্রহণ চুক্তি স্বাক্ষর করেছে। দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিশ্চিত করতে সহজ শর্তে এবং স্বল্প মুনাফার হারে গ্রাহকদের মধ্যে বিনিয়োগ বিতরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর জনাব আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং বাংলাদেশের কৃষি ঋণ বিভাগের পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ। ব্যাংক তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব এ কে এম সাজেদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।