পূবালী ব্যাংক লিমিটেডের ৩৯তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে হাইব্রিড পদ্ধতিতে (শারীরিক উপস্থিতি ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মনজুরুর রহমান। সভায় শেয়ারহোল্ডারদের মতামতের ভিত্তিতে ৩১ ডিসেম্বর, ২০২১ সালের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়। সভায় ব্যাংকের পরিচালক মনির উদ্দিন আহমদ, হাবিবুর রহমান, আহমদ শফি চৌধুরী, ফাহিম আহমদ ফারুক চৌধুরী, রুমানা শরীফ, এম কবিরুজ্জামান ইয়াকুব, মুসা আহমেদ, আজিজুর রহমান, মো. আবদুর রাজ্জাক মণ্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমদ, স্বতন্ত্র পরিচালক ড. শাহ্দীন মালিক ও মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী উপস্থিত ছিলেন।