আকাশপথে গাড়ি তৈরি করবে বিশিষ্ট একটি জাপানি স্টার্ট-আপ সংস্থা৷ পিছনে আছে প্রসিদ্ধ গাড়ি প্রস্তুতকারী সংস্থা সুজুকি। এই দুই কোম্পানির যৌথ উদ্যোগেই আকাশপথে চলবে গাড়ি। সুজুকি এই প্রোজেক্টের জন্য বেছে নিয়েছে ভারতকে। ভারতের আরোহীদের আকর্ষণ করা এই গাড়ির প্রধান উদ্দেশ্য। জাপানি কোম্পানি স্কাই ড্রাইভের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে সুজুকি। দুজনের যৌথ উদ্যোগেই, ভারতের বাজারে আসবে এই উড়ন্ত গাড়ি। সুজুকির তরফ থেকে জানানো হয়েছে, এই গাড়ির পিছনে তারা প্রায় 104.4 বিলিয়ন টাকা খরচ করতে চলেছে। ডলারের হিসাবে যা প্রায় 1.37 বিলিয়ন মার্কিন ডলারের সমান। এই বিপুল টাকা দিয়ে ভারতে সুজুকির কারখানায় তৈরি করা হবে বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি। এই গাড়ি কিন্তু জ্বালানি দ্বারা পরিচালিত নয় ৷ এই গাড়ি পরিচালিত হবে বৈদ্যুতিক ব্যাটারির মাধ্যমে। দেশের বাজারে যে ভাবে বৈদ্যুতিক গাড়ির বুম চলছে, তাতে এই গাড়ি সেই তালিকায় নয়া সংযোজন হবে।বৈদ্যুতিক গাড়ির বাজার দেশে হিট। বিগত বছরে দেশে বৈদ্যুতিক গাড়ির বাজার এক লাখ কোটি টাকায় পৌঁছে গিয়েছে। অর্থাৎ দেশে প্রথমবারের জন্য এই বিপুল টাকার গাড়ি বিক্রি হয়েছে। চলতি বছরেও এই গাড়ি বিক্রির সম্ভাবনা ক্রমশ আকাশছোঁয়া হচ্ছে ।