বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) চেয়ারম্যান (গ্রেড-১) জনাব এএফএম হায়াতুল্লাহ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও সাহিত্যের উপর অসামান্য গবেষণার জন্য ‘দীনেশ-রবীন্দ্র পত্র পুরস্কার-2022’-এ ভূষিত হয়েছেন। জনাব আ ফ ম হায়াতুল্লাহ ছোটবেলা থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাণী ‘চয়েস’ নামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অমর বাণী সংকলন করেছেন। বঙ্গবন্ধু ও নজরুলের সংগ্রামের মিল নিয়ে তিনি ‘সচেতন ঐক্য: বঙ্গবন্ধু ও নজরুল’ নামে একটি বই লিখেছেন। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘ময়ূখ’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ওপর তার গবেষণা এবং রচনা বিশেষভাবে ব্যতিক্রমী. ১লা জুন, ২০২২ তারিখে, আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি অফ ইন্ডিয়া ঢাকায় ন্যাশনাল একাডেমি অফ এডুকেশন ম্যানেজমেন্ট (NAEM) এর প্রশাসনিক ভবনে একটি পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার। জনাব আ ফ ম হায়াতুল্লাহর লেখা অন্যান্য কবিতা ‘ঝিরনা তারুর শীর্ণ পল্লব’, ‘ছায়া ছায়া আলোর মায়া’। তিনি দরসবাহ ধহফ এবফবত নামে পাঠ্যপুস্তক সম্পাদনা করেন। ‘নজরুলের অন্য ধরন’, ‘অমর নজরুল: প্রজন্ম থেকে প্রজন্মে’, ‘বাঙালির নজরুল’, ‘অনাবিষ্কৃত নজরুল’, ‘নজরুল সিন্ধুর কিছু বিন্দু’, ‘শিশুবান্ধব নজরুল’ শিরোনামের প্রবন্ধগুলো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। পাঠকদের তিনি বিশ্ববিখ্যাত নজরুল গবেষক উইনস্টন ই ল্যাংলির নজরুল গবেষণা গোষ্ঠী ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করেছেন। বিএডিসির চেয়ারম্যানসহ সাতজন বিশিষ্ট ব্যক্তিকে ‘দীনেশ-রবীন্দ্র পত্র পুরস্কার-২০২২’ পদক দেওয়া হয়েছে। পদক প্রাপ্তিতে সংঘের কর্মকর্তা-কর্মচারীরা বিএডিসি চেয়ারম্যানকে অভিনন্দন জানান।