দেশটির প্রতিনিধি পরিষিদের স্পিকার ন্যান্সি পেলোসির সফরকে কেন্দ্র করে চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই প্রথমবার তাইওয়ান প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী জানায়, তাদের দুটি ক্ষেপণাস্ত্র ক্রুজার ‘ইউএসএস অ্যান্টিটাম’ ও ‘ইউএসএস চ্যান্সেলরসভিল’ রুটিন অনুযায়ী আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে। আন্তর্জাতিক আইন মেনেই তা পরিচালনা করা হয়েছে। বিশ্লেষকদের মতে, প্রণালি দিয়ে জাহাজের ট্রানজিট মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি প্রদর্শন।তাইওয়ান প্রণাতিতে যুক্তরাষ্ট্রের নৌ বাহিনীর যুদ্ধজাহাজ সাধারণত ৮ থেকে ১২ ঘণ্টা অবস্থান করে। তাইওয়ান সীমানায় যুক্তরাষ্ট্রের দুটি যুদ্ধজাহাজের সামগ্রিক কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখছে চীন। এক বিবৃতিতে চীনের পূর্বাঞ্চলের কমান্ড জানায়, তারা যুদ্ধজাহাজগুলোর গতিবিধি পর্যবেক্ষণ করছেন। যেকোনো ধরনের উসকানি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে চীনা সেনারা। তাইওয়ানের প্রতিক্ষা মন্ত্রণালয় জানায়, যুক্তরাষ্ট্রের নৌ জাহাজগুলো দক্ষিণ সীমান্ত দিয়ে টহল দিচ্ছে। সেখানে বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশগুলো যেমন ব্রিটেন ও কানাডার যুদ্ধজাহাজগুলো নিয়মিত তাইওয়ান সীমানায় টহল দিচ্ছে।