বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC) 16-17 জুন 2022 তারিখে অনুষ্ঠিত জাতীয় ফল মেলায় প্রথম কৃতিত্ব অর্জন করেছে । কৃষি মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত এই মেলায় কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা এবং বেসরকারি সংস্থা অংশগ্রহণ করে। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। মোঃ আব্দুর রাজ্জাক এমপি। অনুষ্ঠানে কৃষি সচিব জনাব মোঃ সায়েদুল ইসলাম এবং বিএডিসির চেয়ারম্যান (গ্রেড-১) জনাব এএফএম হায়াতুল্লাহ, বিভিন্ন দপ্তরের প্রধানগণ এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবারের মেলায় মোট ৬৪টি স্টলে বিভিন্ন ধরনের ফল, ফল উৎপাদন প্রযুক্তি ও কৌশল প্রদর্শন করা হয়েছে। এবারের জাতীয় ফল মেলার প্রতিপাদ্য ছিল ‘সারা বছর ফল চাষ/দুই থেকে টাকা আসে’। এবারের ফল মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে বিএডিসিই প্রথম যারা প্রযুক্তি প্রদর্শনী ও নান্দনিকতার ক্ষেত্রে পুরস্কৃত হয়েছে। বিএডিসি-এর পক্ষ থেকে, জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, সদস্য পরিচালক (বীজ ও উদ্যানপালন) কৃষি সচিব জনাব মোঃ সায়েদুল ইসলামের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃষি সচিব মহসিনুল ইসলাম বলেন, আত্মরক্ষার জন্য ফল অপরিহার্য। অর্থনৈতিকভাবে লাভজনক হওয়ায় কৃষকরা ফল চাষে আগ্রহী। বিদেশে ফল রপ্তানি করে দেশের বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতাও ধীরে ধীরে বেড়েছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ চাহিদা বাড়াতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ জানান কৃষি সচিব।