আগামী ২০ আগস্ট শনিবার বিজয় মিলায়তনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এনআইএসটি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমি ও এডুকেশন ওয়াচের যৌথ আয়োজনে এনআইএসটির অধ্যক্ষ প্রফেসর মোঃ ফয়েজ হোসেনের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতিহাসবিদ ও মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন আহমেদ। বিজ্ঞানী ও এনআইএসটি’র গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড.সুফি মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে বক্তা ছিলেন গ্রাফিক আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহাররঞ্জন দাস, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোঃ ওবায়দুল হক বিশাস, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল একাডেমির একাডেমিক ডিরেক্টর মোঃ সারোয়ার হোসেন মোল্লা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এডুকেশন ওয়াচ সম্পাদক মোঃ খলিলুর রহমান। এ উপলক্ষে শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মুক্তিযুদ্ধের ওপর লেখা বই উপহার দেওয়া হয়। ভাষ্যকাররা শিক্ষার্থীদের মাঝে ১৫ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরেন এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সোনার মানুষ হওয়ার আহ্বান জানান।