মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
ঈদের ৮ দিনের ছুটি শেষে আজ (০৮ মে) খুলেছে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের তৈরি পোশাক কারখানাগুলো। পরিবারের সাথে ঈদুল ফিতর উদযাপন শেষে শ্রমিকরা গ্রামের বাড়ি থেকে আবার কর্মস্থলে ফিরে আসায় ফের কর্মচঞ্চল হয়ে উঠেছে সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চল। সকাল থেকেই দেখা গেছে পোশাক শ্রমিকরা বিভিন্ন উপায়ে কর্মস্থল (কারখানায়) পৌঁছানোর সেই চিরচেনা দৃশ্য।
এবার পোশাক কারখানাগুলোর ঈদের ছুটির মেয়াদ আট দিন হওয়ায় শ্রমিকরা নিবিঘ্নে ঈদ উৎযাপন শেষ করে ঢাকায় ফিরেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে ছাট বড় মিলিয়ে তৈরি পোশাক কারখানা রয়েছে প্রায় দুই হাজারেরও বেশী।
সকাল থেকে কারখানাগুলোতে শ্রমিকরা প্রবেশ করে উৎপাদন কার্যক্রম শুরু করেছে। পোশাক কারখানাগুলো খুলে দেওয়ায় পাশে থাকা চায়ের দোকান, মুদি দোকানসহ বিভিন্ন দোকানও চালু করেছে দোকানিরা।এতে সাভার ফিরে পেয়েছে আবার আগের রূপ, কর্মচঞ্চল হয়ে উঠেছে শিল্পাঞ্চল। শ্রমিকরা জানায়, এবার ঈদের ছুটি বেশী দিন হওয়ায় পরিবারের সাথে ভালোভাবে ঈদ উৎযাপন করে তারা আবারও কাজে ফিরেছেন।
পোশাক কারখানার মালিকরা বলছেন, দুই বছর করোনা ভাইরাস থাকার কারণে যে ক্ষতি হয়েছে তা এবার পুষিয়ে নিতেই কাজ শুরু করেছেন পুরোদমে। কারখানাগুলোতে কাজের অর্ডারও অনেক। তাই শ্রমিকদের দম ফেলার সময় নেই। এদিকে আটদিন বন্ধ থাকায় অনেক পোশাক কারখানার চিত্র পাল্টে গেছে। বেশ কিছু কারখানায় শ্রমিকদের তীব্র গরম থেকে ফ্লোর ঠান্ডা রাখতে বিভিন্ন ফুল ও ফলের গাছ দিয়ে ছাদ বাগান করা হয়েছে।