ঈদের দিন সকালে রাজধানীতে বৃষ্টি হওয়ায় অনেকেই ঘর থেকে বের হতে পারেননি। তবে বিকেলে অনেকেই বের হয়েছেন। রাজধানীর হাতিরঝিলে বিকেলে ছিল উপচেপড়া ভিড়। আজ মঙ্গলবার (৩ মে) ঈদের দিন হাতিরঝিল এলাকা ঘুরে দেখা গেল, হাজার হাজার মানুষ বেড়াতে এসেছেন। হাতিরঝিল লেকের চারপাশেই দেখা যায় মানুষের ভিড়। মগবাজার, রামপুরা, গুলশান, বাড্ডা, তেজগাঁও এলাকা থেকেই হাতিরঝিলে লোকজন বেশি আসেন। এছাড়া দূর-দূরান্ত থেকেও অনেকেই হাতিরঝিল আসেন, তবে সেই সংখ্যা কম।দর্শনার্থীদের আগমন উপলক্ষে হাতিরঝিলের ফুটপাতে ফোসকা-চটপটিসহ নানা রকম মুখরোচক খাবারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ঘোরাঘুরি শেষে এসব দোকানে বসে পছন্দ মতো খাবার খাচ্ছেন অনেকেই। হাতিরঝিলের লেকে অনেকেই বোটে চড়ছেন। রামপুরা থেকে এফডিসি। এফডিসি থেকে গুলশান লিঙ্ক রোডে সাধারণত লোকজন প্রয়োজনে যাতায়াত করেন। তবে ঈদের দিন বিনোদনের জন্য অনেককেই বোটে চড়তে দেখা গেছে।