কোটচাঁদপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
আসছে ঈদে জমিসহ আধা-পাকা নতুন ঘর পেয়ে খুশিতে আত্মহারা কোটচাঁদপুর উপজেলার ভূমিহীন-গৃহহীন পরিবারগুলো। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে আশ্রয়ন প্রকল্পের তৃতীয় ধাপে উপজেলার ৯৭টি ভূমিহীন-গৃহহীন পরিবার পাচ্ছেন প্রধানমন্ত্রীর এই উপহার।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে
তৃতীয় ধাপে নির্মিত এসব ঘরগুলো উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত হয়ে কোটচাঁদপুর উপজেলার প্রথম পর্যায়ে ১৪টি ভূমিহীন-গৃহহীন পরিবারের মাঝে ঘরের দলিল হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে গৃহ হস্তান্তর অনষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভূমিহীন পরিবারের মাঝে জমিসহ ঘর হস্তান্তর করেন, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুন্নেছা মিকি, পৌর মেয়র সহিদুজ্জামান সেলিম, সহকারি কমিশনার (ভুমি) নিরুপমা রায়, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মোঃ শাহাজান আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান সাদিয়া আক্তার পিংকি, সাবেক কমান্ডর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নূরুল ইসলাম খাঁন বাবুল প্রমূখ।