মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
সাভারের আশুলিয়ায় একই স্থানে সপ্তাহ না যেতেই ফের অবৈধ গ্যাস-সংযোগ স্থাপনের ঘটনায় অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বুধবার (১৮ মে) আশুলিয়ার কাঠগড়া মোল্লাবাড়ি ও পোলানপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম।
জানা গেছে, দুই সপ্তাহ আগেও একই এলাকায় একই স্থানের অবৈধ গ্যাসসংযোগ দিনভর বিচ্ছিন্ন করেন তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা। কিন্তু রাতের আঁধারে ফের অবৈধ গ্যাস-সংযোগ স্থাপন লাগিয়েছেন অসাধু ব্যক্তিরা।
এ ব্যপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম জানান, আমরা রোজার শেষের দিকে এই লাইনগুলো বিচ্ছিন্ন করেছিলাম। একই লাইন ফের বিচ্ছিন্ন করতে হচ্ছে। আশুলিয়ার কাঠগড়ার মোল্লাবাড়ি ও পোলান বাড়ি এলাকায় ১ কিলোমিটার জুড়ে অবৈধভাবে নেওয়া প্রায় ৩ শতাধিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় মাটির নিচে থাকা গ্যাস সরবরাহের কয়েক শত গজ পাইপ জব্দ করা হয়। এছাড়া আমরা অবৈধ গ্যাস-সংযোগকারীদের বিরুদ্ধে যত রকম আইনি ব্যবস্থা আছে, আমরা নিচ্ছি। যেন কেউ অবৈধ গ্যাস-সংযোগ আর নিতে না পারে।
অভিযানে এ সময় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লি. এর উপ-ব্যবস্থাপক প্রকৌশলী আনিসুজ্জামান ও আব্দুল মান্নানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।