মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
গ্রামীণ পর্যায়ে উন্নয়ন অবকাঠামোর অংশ হিসেবে সাভার উপজেলার অন্তর্গত আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে দুটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১১ এপ্রিল) দুপুরে ধামসোনা ইউনিয়নের ডেন্ডাবর ও সুবন্দী এলাকায় দুটি রাস্তার ঢালাইয়ের কাজ উদ্বোধন করেন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম।
সড়কের নির্মাণ কাজ উদ্বোধনকালে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণে ধামসোনা ইউনিয়ন পরিষদে ব্যাপক উন্নয়ন সম্ভব হয়েছে।
রাস্তা-ঘাট, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজ, ব্রিজ-কালভার্টসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।এর মধ্যে সুবন্দী এলাকার রাস্তাটি ৯১ লক্ষ টাকা ব্যয়ে ও ডেন্ডাবর এলাকার রাস্তাটি ৭৮ লক্ষ টাকা ব্যয়ে আরসিসি ঢালাইয়ে নির্মাণ কাজ সম্পন্ন হবে। ধামসোনা ইউনিয়ন পরিষদের এ রাস্তা দুটির নির্মাণ কাজ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন দীর্ঘ দিন দুর্ভোগে থাকা স্থানীয়রা।