আরিফুল ইসলাম,রাঙামাটি জেলা প্রতিনিধি:
পার্বত্য রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টায় ভুক্তভোগী পরিবারের সদস্যরা থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযুক্ত ২৫ বছর বয়সি যুবক মোঃ ইয়াছিন মানিক একই এলাকার আবু তাহের গাজীর ছেলে। ২৫ মার্চ দিবাগত রাত সাড়ে ১২ টার পর এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানা যায়,গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার পর অভিযুক্ত যুবক মানিক মেয়েটার ঘরে প্রবেশ করে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় কিশোরীর চিৎকারে কিশোরীর খালা ও অন্যান্য সদস্যরা এসে উক্ত যুবককে হাতে নাতে ধরে ফেলে। এরপর যুবকের পরিবারের সদস্যরা উক্ত ঘরে এসে বিষয়টি মীমাংসা করা হবে এরুপ প্রতিশ্রুতিতে যুবকটিকে তাদের ঘরে থেকে নিয়ে যায়। কিশোরীর পরিবারের সদস্যরা উক্ত যুবকের ভাড়াটিয়া। ঘটনার সময় কিশোরীর মাতা চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অবস্থান করছিলো এবং কিশোরী ও তার অপর ছোট ভাই পাশাপাশি ঘরে ঘুমিয়ে ছিল। সেই সুযোগে যুবকটি কিশোরীকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে জানা যায়। কিশোরীটি স্থানীয় একটি স্কুলে ৯ম শ্রেণীতে অধ্যয়নরত আছেন।
উক্ত ঘটনায় ভুক্তভোগীর পরিবারের সদস্যরা শুক্রবার সকালে কাপ্তাই থানায় উক্ত যুবককে অভিযুক্ত করে নারী শিশু দমন আইন ৯ এর (৪)(খ) ধারায় মামলা দায়ের করেন।তবে বর্তমানে মামলা তুলে নেয়ার জন্য উক্ত পরিবারটিকে মানিক ও তার সহযোগীরা বিভীন্ন ধরনের হুমকী দিচ্ছে বলে তারা জানান।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাা (ওসি) জসিম উদ্দিন জানান, এই বিষয়ে মেয়েটির পরিবার শুক্রবার সকালে ঐ যুবককে অভিযুক্ত করে থানায় অভিযোগ করেন। তদন্ত পূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্ত যুবক পলাতক রয়েছে বলে জানা যায়।
এছাড়া এলাকাবাসীর সাথে কথা বলে আরো জানা যায় উক্ত মানিক এর আগেও একাধিক মেয়ের সম্ভ্রম হানির চেষ্টা করেছে।যদিও লোক লজ্জা ও প্রান নাশের হুমকীর ভয়ে এর আগে কেউ প্রতিবাদ করার সাহস করে নি।মানিকের এরুপ ঘৃণিত কাজে তার মামা ইব্রাহিম ও জৈনেক দোকানদার রাজু’র সহযোগীতা রয়েছে বলে ভুক্তভোগী পরিবারটি দাবী করেছেন।