আকবর চৌধুরী সোহরাওয়ার্দী প্রতিনিধি)
স্বেচ্ছায় রক্তদাতা সংগঠন বাধঁন সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ইউনিট, ঢাকা সিটি জোনের কর্মসূচি হিসাবে বৃহস্পতিবার সকাল থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি আয়োজন করা হয়।
আজ বৃহস্পতিবার ৩১ মার্চ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি করেন উক্ত সংগঠনটি। অএ কলেজ অধ্যক্ষ:মহশিন কবির স্যার নেতৃতে, কলেজ এর উপ-অধ্যক্ষ (অধ্যাপকী) ম্যামের উপস্থিততে কর্মসূচি উদ্বোধন গুরু হয় সকাল ৯ টার দিকে।
বিনামূল্যে রক্ত দান কর্মসূচি বাঁধন সংগঠনের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগ এর শিক্ষার্থারা।
বাঁধন সংগঠন এর সদস্য রাফসান
বলেন, আমরা শিক্ষার্থীদের রক্তের রক্তের গ্রুপ নির্ণয় এর জন্য উদ্বুদ্ধ করি,পাশাপাশি প্রতি চার মাস অন্তত অন্তর রক্ত দেওয়া যাবে এই বিষয়ে অবগত করি । এছাড়াও কলেজ বা এর আশেপাশের কারো রক্ত লাগলে তা ব্যবস্থা করা মাধ্যদিয়ে রোগী পর্যন্ত পৌছে দেই।আমাদের মূল উদ্দেশ্য কোনো রোগী যাতে রক্তের অভাবে মৃত্যুবরন না করে সেদিকে খেয়াল রাখা এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।আজ এখান থেকে বিনামূল্যে শিক্ষার্থীরা তাদের রক্তের গ্রুপ জানতে পারবে।শিক্ষার্থীদের গ্রুপ জানার মধ্যমে সে চাইলে যে কোনো সময় একজন আসহায় ব্যক্তিকে রক্ত দিতে পারবে।
আর কর্মসূচি শেষ হওয়ার সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সাধারণ সম্পাদক যুবায়ের বলেন শিক্ষার্থীদের যতক্ষণ
পর্যন্ত আসে আমারা ততক্ষণ পর্যন্ত আমাদের কার্যক্রম চলিয়ে যাবো,কাউকে ফিরিয়ে দেওয়া হবে না।