মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
ঢাকা কলেজ শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। বুধবার (২০ এপ্রিল) বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধনে একাত্মতা পোষণ করে জাবি ছাত্রলীগের সাধারন সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, আমরা এখানে দাঁড়িয়েছি আমাদের শিক্ষার্থী ভাইয়ের জন্য।
শিক্ষার্থীরা কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আসে না, তারা আসে পড়াশোনার জন্য। শিক্ষার্থীদের উপর যে অতর্কিত হামলা হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই। এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদের উপযুক্ত বিচারের দাবি জানাচ্ছি। যারা ছাত্রদের উপর হামলা চালিয়েছে তাদের বলতে চাই ছাত্র সমাজ ঘুমিয়ে যায় নাই, তারা এখনো জেগে আছে।
মনে রাখবেন, ছাত্র সমাজ জেগে উঠলে যারা এই ঘটনা ঘটিয়েছে তারা পালাবার পথ পাবেন না। জাবি ছাত্রলীগ সভাপতি আখতারুজ্জামান সোহেল বলেন, বঙ্গবন্ধুর স্বাধীন রাষ্ট্রে তার স্বপ্নের ছাত্রসমাজের উপর কোনও আঘাত আসলে আমরা কষ্ট পাই। জাতীর যারা মেরুদন্ড তাদের উপর অতর্কিত হামলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মেনে নিবে না। শিক্ষার্থীদের উপর হামলার সুষ্ঠু বিচার দাবি করছি।
বিচার না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলমান থাকবে। তিনি আরো বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এতগুলো শিক্ষার্থী আহত হলো, ঢাকা কলেজ হল বন্ধ করে দেওয়া হলো। এসবের ইন্ধনদাতা কারা তা খুঁজে বের করতে করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। নইলে এ ধরনের ঘটনা বার বার ঘটবে। একটি স্বাধীনতা বিরোধী চক্র এদেশের ছাত্রসমাজকে টার্গেট করে বার বার তাদের উপর হামলা করছে। ছাত্রসমাজের উপর যারা হামলাকারীদের যথাযথ বিচার হোক ও এই অচলাবস্থার মুক্তি হোক।