গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেডের শরী’আহ সুপারভাইজরি কমিটির ১০ম অধিবেশন ভার্চ্যুয়াল কনফারেন্স মাধ্যমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার সভায় সভাপতিত্ব করেন। কমিটির সদস্যগণ যথাক্রমে মাদরাসা-ই ফুরফুরা শরীফ, ঢাকার প্রধান মুফতি ছাঈদ আহমেদ (ভাইস-চেয়ারম্যান), বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার, ঢাকার মুহতামিম মুফতি সাহেদ রাহমানি (সদস্য), বায়তুল মুকাররম জাতীয় মসজিদ ঢাকার পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী (সদস্য), চট্টগ্রাম কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী (সদস্য), সুবহানবাগ জামে মসজিদ, ঢাকার খতিব মাওলানা শাহ ওয়ালী উল্লাহ (সদস্য), মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকার প্রফেসর ড. মুহাম্মদ আবদুস সামাদ (সদস্য সচিব) অধিবেশনে উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জেহাদ ও উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ, শরী’আহ সেক্রেটারিয়েটের প্রধান ও মুরাক্বিবগণ এবং প্রধান কার্যালয়ের অন্যান্য বিভাগীয় প্রধানগণ এই অধিবেশনে উপস্থিত ছিলেন।