আন্তর্জাতিক ডেস্ক: ইতালির লাজিও অঞ্চল কর্তৃপক্ষ বিয়ে করলেই নবদম্পতিদের পুরস্কার হিসেবে দুই হাজার ইউরো দেবে। এটি ইতালিয় নাগরিকসহ দেশটিতে থাকা বিদেশি নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে। এই অর্থ পাবেন ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত যারা বিয়ে করবেন।
এ বিষয়ে লাজিওর প্রেসিডেন্ট নিকোলা জিঙ্গারেটি বলেন, অর্থনৈতিক সংকটের কারণে বিয়ের খাতটি খারাপ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছে।
অভিনব এ উদ্যোগের জন্য ১০ মিলিয়ন ডলারের তহবিল ঘোষণা করেছে লাজিও অঞ্চল কর্তৃপক্ষ। তহবিল যদি শেষ না হয়ে যায়, তাহলে ২০২৩ সালের জানুয়ারি পর্যন্ত এই অর্থসহায়তার জন্য আবেদন করতে পারবেন দম্পতিরা। – দ্য গার্ডিয়ান অবলম্বনে