মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
বাম্পার ফলন হলেও ঘূর্ণিঝড় অশনির প্রভাবে থেমে থেমে মাঝারি ও ভারি বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে ঢাকার ধামরাইতে।
ধামরাইয়ে এবার ১৬ হাজার ৬ শত ৫০ হেক্টর জমিতে আবাদ করা হয় বোরো ধানের। ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা মো: আরিফুল হাসান জানান, কৃষকদের সর্বাত্মক পরিশ্রমে ফলনও হয়েছিল ভালো। তবে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অশনির প্রভাবে মাঝারি থেকে ভারি বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের।
অনেক জমির ধান নুয়ে পরার কারণে ধানের শস্য নষ্ট হয়ে গেছে। অন্যদিকে জমিতে রাখা কাটা ধান কয়েক দিনের বৃষ্টিতে ভিজে অঙ্কুরোদগম হয়ে যাচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, প্রায় ২৫ ভাগ বোরো ধান ঘরে তুলতে পেরেছিলেন কৃষকরা। অবশিষ্ট ধান কাটা শুরুর পর্যায়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বর্ষণে লন্ডভন্ড হয়ে গেছে ফসলের ক্ষেত। সামান্য সময়ের ব্যবধানে পাকা ধান ঘরে তুলতে না পেরে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা।