ভারতের মহারাষ্ট্রে এ বছর হিটস্ট্রোকের কারণে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে, যা গত ৬ বছরের মধ্যে সর্বোচ্চ। আর এই তথ্য দিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। শেষবার ২০১৬ সালে মহারাষ্ট্রে হিটস্ট্রোকের কারণে ১৯ জনের মৃত্যু হয়েছিল। এদিকে, গরম থেকে রেহাই পাওয়ার এখনো কোনো আশা দেখছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। উত্তর-পশ্চিম ভারতের কিছু রাজ্যে বর্ষণের কারণে কিছুটা হলেও রেহাই পেয়েছে। তবে রাজস্থানের অবস্থা এখনো কঠিন। এখনো সেখানে প্রবল দহন। ভারতীয় গণমাধ্যম বলছে, তাপপ্রবাহে পুড়ছে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলো। যার মধ্যে মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থান অন্যতম। মার্চ মাস থেকে মহারাষ্ট্রের একাধিক জেলায় শুরু হয়েছে তাপপ্রবাহ। সেই তাপপ্রবাহের দাপট এখনো চলছে।