২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মঙ্গলবার (২৬ জুলাই) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক বর্ধিত সভায় এ সিদ্ধান্ত হয়। ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত নারীদের চারটি বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক চূড়ান্ত করেছে সংস্থাটি। জানা গেছে, ২০১৪ সালের পর দ্বিতীয়বারের মতো নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে রয়েছে বাংলাদেশ। ২০২৫ সালে নারী বিশ্বকাপের আয়োজন করবে ভারত। ২০২৬ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ইংল্যান্ডে এবং ২০২৭ সালে নারীদের চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হয়েছে শ্রীলঙ্কা।