আবারো ব্যাট হাতে জ্বলে উঠেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট লিগের দ্বিতীয় সারির ক্রিকেট লিগ ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট লিগে লুলিংটন পার্ক ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন মোহাম্মদ আশরাফুল। যেখানে আজ তারা মুখোমুখি হয়েছে কোয়ার্ন্ডন ক্রিকেট ক্লাবের। যেখানে ব্যাট হাতে একাই ১৮২ রানের ইনিংস খেলেছেন মোহাম্মদ আশরাফুল। টসে হেরে ব্যাট করতে নেমে ৪৫ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৮ রান সংগ্রহ করে মোহাম্মদ আশরাফুলের দল লুলিংটন পার্ক ক্রিকেট ক্লাব। দলের হয়ে একাই ১৮২ রানের ঝড়ো ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। ১৩৬ বলে ৩২টি চার এবং দুটি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। এর আগের ম্যাচে সেঞ্চুরি সহ ৯৫ রানের ইনিংস খেলেছিলেন মোহাম্মদ আশরাফুল। এর আগেও ইংল্যান্ডের এই ক্রিকেট টুর্ণামেন্টে নিয়মিত খেলেছেন মোহাম্মদ আশরাফুল। এবার তার সাথে এই ক্রিকেট লিগে খেলবেন আরো বেশ কয়েকজন বাংলাদেশি ক্রিকেটার।