নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে মালবাহী জাহাজ রূপসীর ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চ এমভি আশরাফউদ্দিন ১৫ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। এ ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ৩ নারী ও ২ শিশুসহ মোট ৬ জনের মরদেহ। এখনও নিখোঁজ অন্তত ১০ থেকে ১৫ জন।
লঞ্চটি ৫৫ হাত পানির নিচ থেকে টেনে তুলেছে উদ্ধারকারী জাহাজ প্রত্যয়। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে লঞ্চটি টেনে তুলে নদীরে তীরে আলামিননগর এলাকায় রাখা হয়।
নারায়ণগঞ্জ লঞ্চঘাট থেকে এমভি আশরাফউদ্দিন লঞ্চটি মুন্সিগঞ্জের উদ্দেশে ছেড়ে আসে রোববার দুপুর ২টার দিকে। এরপর কয়লা ঘাট এলাকায় পৌঁছালে এমভি রুপসী-৯ নামের একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা খায় লঞ্চটি। অর্ধশত যাত্রী নিয়ে ডুবে যায় ছোট নৌযানটি।
এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে পৌঁছালেও, ডুবে যায় কয়েকজন। দুর্ঘটনার পর কার্গো জাহাজটিকে আটক করে নৌ-পুলিশ। এদিকে, নিহতদের পরিবারকে দাফনকাফনের খরচ হিসেবে ২৫ হাজার টাকা করে দেবে জেলা প্রশাসন।