মহান স্বাধীনতা দিবসে সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ মানুষের মোবাইল ও মূল্যবান জিনিসপত্র চুরি করতে সক্রিয় ছিল একটি চক্র। এই চক্রের ১৩ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চুরি করা ১৯টি মোবাইলও উদ্ধার করা হয়েছে।
শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই হারুন অর রশিদ জানান, এই চক্রটি বিভিন্ন দিবস, রাষ্ট্রীয়, রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে জড়ো হওয়া মানুষদের কাছ থেকে মোবাইলসহ মূল্যবান জিনিস কৌশলে হাতিয়ে নেয়। স্বাধীনতা দিবস সামনে রেখে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে শনিবার তারা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে এসেছিল।
হারুন বলেন, ‘গত বিজয় দিবসে এই চক্রটিই সাংবাদিক, পুলিশ, শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাসহ অনেকের মোবাইল ও মূল্যবান জিনিসপত্র চুরি করেছিল। আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধের বিভিন্ন স্থান থেকে এই চক্রের ১৩ জনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে চুরির ১৯টি মোবাইল।’
এসআই জানান, আটক একাধিকজনের বিরুদ্ধে ডাকাতিসহ বিভিন্ন মামলা রয়েছে। রাতে তাদের বিরুদ্ধে আরেকটি মামলাও দায়ের করা হবে। রোববার ঢাকার মুখ্য বিচারিক আদালতে পাঠানো হবে তাদের।