একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রেও ডোপ টেস্ট বাধ্যতামূলক করে শিগগিরই আইন করা হচ্ছে বলে জানান তিনি। রবিবার ( ২৬ জুন) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। মিয়ানমার থেকে ভয়ংকর আইস ও ইয়াবা আসছে উল্লেখ করে মন্ত্রী জানান, মাদক নিয়ন্ত্রণে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে । যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে বাহিনীগুলো কাজ করছে বলেও জানান তিনি। এ জন্য প্রতিবেশি দেশ থেকে মাদককের অনুপ্রবেশ বন্ধে কাজ করছে। তিনি বলেন মিয়ানমারকে অনুরোধ করেছি কিন্তু মাদক সাপ্লাই বন্ধে তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। তবে ভারত সীমান্তঘেষা ফেনসিডিল কারখানাগুলো বন্ধ করে দিয়েছে। সরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রোহিঙ্গাদের অনেকেই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা এসব মাদক মিয়ানমার থেকে নিয়ে আসে। তবে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। মাদকের বিষয়ে সরকার কোনোভাবেই ছাড় দেবে না। মাদকের সঙ্গে যারাই জড়িত সবাইকে আইনের মুখোমুখি করা হচ্ছে।