স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড সম্প্রতি ঢাকা অঞ্চলে অবস্থিত ব্যাংকের 62টি শাখার মধ্যে 15 জন শাখা ব্যবস্থাপকের অংশগ্রহণে স্ট্যান্ডার্ড ব্যাংক লার্নিং সেন্টার, হেড অফিস, ঢাকায় একটি “ব্যবসায়িক পর্যালোচনা সভা” আয়োজন করেছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার রাশেদ মাকসুদ। জনাব মাকসুদ তার ভাষণে 2022 সালের জন্য নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্য অর্জনের অগ্রগতি পর্যালোচনা করেন এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে চলমান বৈশ্বিক চ্যালেঞ্জ এবং বাংলাদেশে ব্যবসা-বাণিজ্যে এর প্রভাব মোকাবেলার দিকনির্দেশনা দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, CRO এবং CAMLCO মোঃ তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম লতিফ হাসান, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট ও এসবিএল শরীয়াহ সেক্রেটারিয়েট মোঃ মোহন মিয়া, এসইভিপি ও ড. সভায় মানবসম্পদ বিভাগের প্রধান আলকোনা কে. চৌধুরী, খুলনা অঞ্চলের এসইভিপি ও আঞ্চলিক ব্যবস্থাপক হায়দার নুরুন নাহের এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ উপস্থিত ছিলেন।