পবিত্র রমজান মাসের সম্মানে, স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড একটি ভার্চুয়াল প্ল্যাটফর্মে ১লা রমজান ১৪৪৩ হিজরিতে (০৩ মার্চ ২০২২) “রমজান তাকওয়াহ এবং ব্যাংকিং” শীর্ষক সেমিনারের আয়োজন করে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার রাশেদ মাকসুদ সভাপতিত্ব করেন। সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহযোগী অধ্যাপক এবং এসবিএল শরীয়াহ সুপারভাইজরি কমিটির সম্মানিত সদস্য ড. মোঃ সাইফুল্লাহ। অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, CRO এবং CAMLCO মোঃ তৌহিদুল আলম খান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও এম. লতিফ হাসান, এসবিএল ইসলামী ব্যাংক রূপান্তর প্রকল্পের সমন্বয়কারী, ব্যবসায় উন্নয়নের প্রধান এবং SBL শরী’র প্রধান। সচিবালয় মোঃ মোহন মিয়া, মানবসম্পদ বিভাগের প্রধান আলকোনা কে. চৌধুরী এবং ভারপ্রাপ্ত কোম্পানি সচিব মোঃ আলী রেজা এফসিএমএ, সিআইপিএ সহ ব্যাংকের সকল নির্বাহী, উচ্চপদস্থ কর্মকর্তা ও কর্মচারীরা সেমিনারে কার্যত যুক্ত ছিলেন। ডাঃ মোঃ সাইফুল্লাহ তার মূল বক্তব্যে ইসলামে রমজান মাসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং সে অনুযায়ী কাজ করার পরামর্শ দেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ মোঃ সাইফুল্লাহকে সেমিনারে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান। তিনি সকল অংশগ্রহণকারীদের প্রতি রমজানের গুরুত্ব অনুধাবন করার পাশাপাশি জীবনের সকল পর্যায়ে পবিত্র মাসের পাঠ পালনের আহ্বান জানান।