সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি( আকবর চৌধুরী):
রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ চলাকালীন সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে বিভিন্ন সংবাদপত্র ও টিভি চ্যানেলের সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)।মঙ্গলবার (২১ এপ্রিল) সোকসাস আহবায়ক ইয়াছিন মোল্লা ও সদস্য সচিব শেখ জাহাঙ্গীর আলম এক যৌথ বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে যতদ্রুত সম্ভব হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
এসময় নেতৃবৃন্দরা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা আমরা কোনভাবেই মেনে নিতে পারি না। এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলা হয়েছে কিন্তু বিচার হয়নি। একারণেই সাংবাদিকরা বার বার হামলার শিকার হচ্ছেন। আমরা চাই আর যেন এ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সাথে সাথে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ কঠোর অবস্থানে যেতে বাধ্য হবে।