সোনালী ব্যাংক লিমিটেড ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন আরবান রেজিলিয়েন্স প্রজেক্টের আওতায় ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিটিং সিস্টেমের (ইসিপিএস) বিবিধ ফি-চার্জ সোনালী ব্যাংকের নিজস্ব সফটওয়্যার সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অনলাইনে আদায়করণের লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গতকাল ব্যাংকের প্রধান কার্যালয়ের সভা কক্ষে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আতাউর রহমান প্রধান ও রাজউকের চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজউকের আরবান রিসাইলেন্স প্রজেক্টের পরিচালক আবদুল লতিফ হেলালী, সোনালী ব্যাংকের ডিএমডি মো. মুরশেদুল কবীর প্রমুখ।