সোনারগাঁও ইউনিভার্সিটির প্রথম সমাবর্তন ১৩ এপ্রিল বেলা ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ২০১২ সালে প্রতিষ্ঠিত ইউনিভার্সিটির শুরু থেকে ফল-২০২০ পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের মধ্যে থেকে রেজিস্ট্রেশনকৃত ৩ হাজার ৫০০ জন শিক্ষার্থী অংশ নেবেন। সমাবর্তনে তিনজনকে চ্যান্সেলরস গোল্ড মেডেল ও ৬৩ জন শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলরস গোল্ড মেডেলসহ মোট ৬৬ জন কৃতী শিক্ষার্থীকে গোল্ড মেডেল দেয়া হবে। সমাবর্তন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে। সমাবর্তনে মূল বক্তা হিসেবে উপস্থিত থাকবেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল। অন্যদের মধ্যে আরো উপস্থিত থাকবেন নজরুল ইসলাম বাবু এমপি, রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. দিল আফরোজা বেগম, প্রকৌশলী মো. আব্দুল আলিম ও প্রকৌশলী আব্দুল আজিজসহ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক ও কর্মকর্তারা। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।