সাভার নামাবাজার এলাকার আটা ও ময়দার পাইকারি আড়তের ৩টি প্রতিষ্ঠানে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে এ সময় আটা ও ময়দার বস্তায় ওজনে কম দেয়া, মূল্য তালিকা না থাকা, তালিকার সাথে বিক্রয় মূল্যের মিল না থাকা, ইচ্ছে মতো দাম বৃদ্ধির কারণে একতা এন্টারপ্রাইজকে ৫০ হাজার, শিল্পী এন্টারপ্রাইজকে ৫ হাজার ও মেসার্স আলম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল বলেন, ঢাকাসহ সারাদেশে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে আজ এ অভিযান চালানো হলো। আমরা ৩ টি প্রতিষ্ঠানকে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছি। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। তেলের ক্ষেত্রে খুচরা ও পাইকারি উভয় ক্ষেত্রে আমার অভিযান চলমান রয়েছে।