মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সীমানা প্রাচীর ভেঙে ফেলেছে। বৃহস্পতিবার (১৩ মে) রাতে এ ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
পরে খবর পেয়ে সকালে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয়রা জানান, রাতে দুর্বৃত্তরা ওই ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর ভেঙে ফেলে।
এ ঘটনায় প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি ৪৫ শতাংশ জমির ওপর নির্মিত হলেও এখন পর্যন্ত দুর্বৃত্তরা ২০ শতাংশ দখল করে বিভিন্ন দোকানপাট বসিয়ে চাঁদা তুলছে বলেও জানান তারা।
এদিকে সীমানা প্রাচীর ভেঙে নতুন করে দুর্বৃত্তরা আবারও দোকানপাট তুলবে বলে আশঙ্কা করছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মেজবাহ উদ্দিন।
এঘটনায় সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এবং দুর্বৃত্তদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি। তবে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের সীমানা প্রাচীর ভাঙচুরের বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।
এ ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম।