সাভারে একটি তৈরি পোশাক কারখানায় উৎপাদনে শ্রমিকদের উৎসাহ বাড়ানোর লক্ষে শ্রমিকদের সম্মানে নৈশ ভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলার হেমায়েতপুর এলাকায় অবস্থিত আলেয়া এ্যাপারেলন্স কারখানায় শ্রমিকদের জন্য এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করেন কারখানার মালিকপক্ষ। এতে প্রায় কারখানাটির সাড়ে আট শতাধিক শ্রমিক ও কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। নৈশ ভোজের পাশাপাশি শ্রমিকদের পরিবারের জন্যও ইফতার সামগ্রী ও খাবার বিতরণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর। আলোচনার শুরুতে কারখানাটির চেয়ারম্যান মরহুম মতিউর রহমান হাওলাদারের স্বরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সেই সাথে শ্রমিকদের বিশ্রামের জন্য আজ কারখানাটি সাধারণ ছুটিও দেওয়া হয়। এমন ব্যতিক্রমধর্মী আয়োজন করায় শ্রমিকরাও অনেক খুশি। কারখানা কতৃপক্ষ জানায়, পোশাক কারখানায় সারা জীবনে শ্রমিকরা উৎপাদনে ব্যস্ত সময় পার করে। তাই একটি দিন শ্রমিকদের ভালো খাবার দেওয়ার জন্য এই আয়োজন। এ ছাড়া শ্রমিকদের একটি দিন ভালো খাবার খাওয়ালে তারা উৎপাদনে আরো অবদান রাখতে পারে। এসময় কারখানাটির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল আউয়াল হোসাইন ও পরিচালক আব্দুল আলীমসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
মো: রওশন আলী
সাভার, ঢাকা