মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
সাভারে যানবাহন চালনা প্রশিক্ষণ প্রকল্পের অনাবাসিক স্থাপনা ও প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল (এমপি)। রোববার (১৭ এপ্রিল) দুপুরে পৌরসভার ব্যাংক টাউন এলাকায় কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন কেন্দ্রে এ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এই প্রশিক্ষণ ক্যাম্পে ৩ বছরে ৪০ হাজার মানুষকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে তাদের ড্রাইভিং লাইসেন্স দেবে বিআরটিএ। এজন্য যুব উন্নয়ন অধিদপ্তর ও বিআরটিএর মধ্যে এমওইউ এর স্বাক্ষর হবে খুব শীঘ্রই।
অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোঃ-আজহারুল ইসলাম খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, প্রকল্প পরিচালক ড. গোলাম মোঃ ফারুক, সহকারী প্রকল্প পরিচালক সাইফুল আহমেদ, অতিরিক্ত সচিব (উন্নয়ন) মোঃ রুহুল আমিন খানসহ আরো অনেকে।