মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
সাভারে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে নিরাপত্তা এবং শ্রম অধিকার সংক্রান্ত বিষয়ে যুবদের সাথে CSOs এবং TVET পরিষেবা প্রদানকারীদের সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সাভার থানা রোডের তালবাগ এলাকার গ্রামীন শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, গ্রামীন শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সহকারী মহা-ব্যবস্থাপক মো: আব্দুর রহমান চৌধুরী, ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর প্রজেক্ট কো-অর্ডিনেটর সেলিনা বেগম ও জব প্লেসমেন্ট অফিসার তরুন কুমার সরকার প্রমুখ।
এর আগে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার (ভার্ক) এর উদ্যোগে ৪০০শ’ নারী ও পুরুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।এর মধ্যে গ্রামীন শিক্ষা ভোকেশনাল ট্রেনিং সেন্টারে ৫০ জন, ব্র্যাক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে ১০০ জন, পল্লী গামেন্টস ট্রেনিং সেন্টারে ১৭০ জন এবং রিসডা বাংলাদেশের ৮০ জনকে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।