মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
সাভারের বিরুলিয়ায় একটি খেলার মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে বিরুলিয়ার কালিয়াকৈর এলাকার একটি খেলার মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে নিহতের ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে পরিচয় শনাক্ত করেছে পুলিশ।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম মো: আলম সোনার (৩০), সে বগুড়া জেলার শিবগঞ্জ থানার শৌলা গ্রামের আলাউদ্দিনের ছেলে। তার গায়ে ছিল লাল শার্ট ও পরনে ছিল নীল হাফ প্যান্ট। এর আগে সকালে কালিয়াকৈর এলাকার ওই খেলার মাঠের পাশের ক্ষেতে কাজ করতে গিয়ে নিহতের মরদেহ দেখতে পায় কৃষকরা।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের পাশে ক্রিকেট খেলার একটি স্টাম্প পাওয়া গেছে। তাঁর দুই পায়ে বড় বড় ক্ষত এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই এলাকার একটি মাঠ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
ধারণা করা হচ্ছে, অন্য কোনো স্থান থেকে তুলে এনে তাঁকে হত্যা করে দুর্বৃত্তরা। তবে নিহতের ফিঙ্গার প্রিন্টসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে পুলিশ। ঘটনার বিস্তারিত তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।