সাভার, প্রতিনিধিঃ মো: রওশন আলী
মাদক সেবনে বাধা দেওয়ায় মাদকাসক্তদের ধারালো অস্ত্রের আঘাতে কৃষ্ণ সরকার (৩৯) নামে এক যুবক নিহতের ঘটনায় খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্বজন ও এলাকাবাসী। শুক্রবার (০৩ জুন) বিকেলে সাভার পৌরসভার আড়াপাড়া সুতার নোয়াদ্দা বটতলা এলাকায় সম্মিলিত সাংস্কৃতিক জোট সাভার শাখা এবং এলাকাবাসীর আয়োজনে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি পালন করে তারা। এ সময় সম্মিলিত সাংস্কৃতিক জোটের বিভিন্ন বক্তা বলেন, সাভার পৌরসভা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক অবনতি হয়েছে। গত কয়েক মাসে নানা অপকর্মসহ হত্যার মতো ঘটনাও ঘটেছে। সম্প্রতি মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষ্ণকে ছুরিকাঘাতে হত্যা করেছে নয়নসহ আরও কয়েকজন। আগামী এক সপ্তাহের ভেতর নয়নসহ তার সহযোগীদের গ্রেফতারের আল্টিমেটামসহ দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি করেন তারা। নিহত কৃষ্ণর স্ত্রী জয়া সরকার বলেন, আমার ছেলেটা এতিম হয়ে গেল। যারা আমার স্বামীকে মেরে আমার ছেলেকে এতিম করলো তাদের দ্রুত বিচার চাই। তাদের সবার ফাঁসি চাই। স্থানীয় মধু দাস, কাশি ও মিলন নামের কয়েকজন বলেন, আজ কৃষ্ণ সরকারের মা, বিধবা স্ত্রী ও তার ছেলেকে কে দেখবে? এই পরিবারের পাশে দারাতে সাভার উপজেলা, পৌরসভাসহ স্থানীয় সংসদ সদস্যের কাছে দাবি করছি। কারণ কৃষ্ণই ছিল এই পরিবারের একমাত্র উপার্জনকারী মানুষ। তারা আরো বলেন, পুলিশ প্রশাসন যেন দ্রুত আসামিদের আটক করে শাস্তির ব্যবস্থা করেন। তাহলে এই পরিবার একটু হলেও শান্তি পাবে। উল্লেখ্য, সোমবার (৩০ মে) রাত সাড়ে ১০টার দিকে সাভার পৌরসভার আড়াপাড়া সুতার নোয়াদ্দা মহল্লায় নিজ বাড়ির সামনে একদল কিশোরকে নেশা (গাঁজা সেবন) করতে দেখে প্রতিবাদ করেন ভিডিওগ্ৰাফার কৃষ্ণ সরকার। এ নিয়ে বাক-বিতন্ডার এক পর্যায়ে মাদকাসক্ত নয়নের ছুরিকাঘাতে কৃষ্ণ সরকার গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০১ জুন) ভোররাতে কৃষ্ণের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই গোবিন্দ সরকার বাদি হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।