মো: রওশন আলী (সাভার)প্রতিনিধি:
সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে আবাসিক এলাকায় নেনো বায়োটেক কোং লিমিটেড নামে একটি কেমিক্যাল কারখানার গোডাউন থাকায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সম্প্রতি চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে কেমিক্যাল বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ওই এলাকাবাসীর মধ্যে এমন আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয় জসিম, কহিনুর, জাহানারা বেগম ও হাসি বেগমসহ বেশ কয়েকজন জানান, এখানে প্রতিদিন কাভার্ডভ্যানযোগে বিভিন্ন রাসায়নিক ড্রাম ও গ্যালন মজুদসহ বাজারজাত করে আসছে।
তবে সীতাকুণ্ডে কেমিক্যাল বিস্ফোরণের পর বিরুলিয়া এলাকায় নেনো বায়োটেক কোং লিমিটেডের গোডাউনের আশপাশের বাসিন্দারা আতঙ্কে দিন পার করেছেন বলে জানান বিরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আবুল কালাম।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, নেনো বায়োটেক কোং লিমিটেডের গোডাউনে কাভার্ডভ্যান যোগে টনকে টন কেমিক্যাল আনা-নেয়া ও মজুদ করাসহ শ্রমিকদের বিভিন্ন কেমিক্যাল ড্রামজাত করার দৃশ্য।
এ বিষয়ে নেনো বায়োটেক কোং লিমিটেডের ইনচার্জ রেজাউল করিমের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, কেমিক্যাল আছে তবে বিস্ফোরণ হওয়ার মত কোন কেমিক্যাল আমাদের গোডাউনে নেই।
নেনো বায়োটেক কোং লিমিটেডের ম্যানেজার আলাউদ্দিন জানান, হাইড্রোলিক জাতিয় কোন কেমিক্যাল নেই। আমাদের কাপর পরিস্কার করে এমন পাউডার ও লিকুইড ওয়াসিং কেমিক্যাল রয়েছে।