মানিকগঞ্জ প্রতিনিধি ঃ
মানিকগঞ্জের সাটুরিয়া বরাইদ ইউনিয়নের ইউপি সদস্য মো. ফরহাদ হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে পাতিলাপাড়া এক প্রতিবেশির বাড়ির পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে হত্যাকান্ডের কারণ জানতে পারেনি পুলিশ। তবে তাকে শ^াসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ধারনা করছে পুলিশ। নিহত ইউপি সদস্য বরাইদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে তিনবারের ইউপি সদস্য ছিল।
সাটুরিয়া থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে সে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর রাতে বাড়ি না ফেরায় তাকে খোঁজ করা হয়। রাত ১১ টার সময় এলাকার মসজিদের মাইক দিয়ে প্রচার করা হয় ফরহাদ মেম্বারকে পাওয়া যাচ্ছে না।
বৃহস্পতিবার সকালে মাহিন্দ্র মন্ডলের বাড়ির পাশে তার লাশ পরে থাকতে দেখেন। ভোরে স্থানীয় প্রতিবেশিরা তার লাশ দেখতে পাই। পরে পুলিশকে খবর দেন তারা।
খবর পেয়ে সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম ঘটনাস্থলে যান। পরে লাশের ছোহরত হাল তৈরী করেন। এসময় এলাকাবাসী পুলিশের এই কর্মকর্তার কাছে আসামীদের শনাক্ত ও দ্রæত গ্রেফতারের অনুরোধ করেন।
সাটুরিয়া থানার ওসি আশরাফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে শ^াসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে ময়না তদন্ত রির্পোট হাতে পেলেই সঠিক তথ্য জানা যাবে। ময়না তদর্ন্ত না আসা পযর্ন্ত নিশ্চিত করে কিছু বলা যাবে না। তবে কারা তাকে হত্যা করেছে তাদের খুঁজে বের করা হবে।
এদিকে ঘটনাস্থলে মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান, সদর সার্কেল ভাস্কর সাহা ও উপজেলা চেয়ারমস্যান এ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো পরিদর্শণ করেছেন।
মোঃ মতিউর রহমান