চোট সেরে ওঠা ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়রকে নিয়ে বিশ্বকাপ বাছাইয়ের আগামী দুই ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ তিতে। গোড়ালির চোটের কারণে প্রায় দুই মাস ছিলেন মাঠের বাইরে ছিলেন নেইমার। তবে, চোট সেরে পিএসজির হয়ে খেলেছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে। ব্রাজিল কোচ তিতে বলেছেন, ‘সে প্রথমার্ধে ভালো খেলেছে (রিয়াল ম্যাচে)। তার অসাধারণ দক্ষতা আছে। কিন্তু ইনজুরিতে পড়া যেকারো মতোই সেও সাধারণ প্রক্রিয়া অনুসরণ করে আসছে। সে নিজের সেরা ফর্ম ফিরে পাবার খোঁজে আছে।’ ব্রাজিল ইতোমধ্যেই কাতার বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। আগামী ২৪ মার্চ চিলির বিপক্ষে মারাকানা স্টেডিয়ামে ও ২৯ মার্চ বলিভিয়ার বিপক্ষে লা পাজে অনেকটা নিয়ম রক্ষার ম্যাচে মাঠে নামবে তারা।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এডেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভেরতন (পালমেইরাস)
ডিফেন্ডার: দানিলো (ইউভেন্তুস), দানি আলভেস (বার্সেলোনা), আলেক্স তেলস (ম্যানচেস্টার ইউনাইটেড), গিলের্মে আরানা (অ্যাটলেটিকো মিনেইরো), চিয়াগো সিলভা (চেলসি), মার্কিনহোস (পিএসজি), গাব্রিয়েল (আর্সেনাল), এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ), আর্থার (জুভেন্টাস)
মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফ্রেড (ম্যানচেস্টার ইউনাইটেড), লুকাস পাকেতা (অলিম্পিক লিওঁ), ফিলিপে কৌতিনহো (অ্যাস্টন ভিলা), ব্রুনো গিমারেস (লিওঁ), আন্তোনি (আয়াক্স)।
ফরোয়ার্ড: রাফিনহা (লিডস ইউনাইটেড), রিচার্লিসন (এভারটন), নেইমার (পিএসজি), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), গাব্রিয়েল মার্তিনেলি (আর্সেনাল)।