আকবর চৌধুরী প্রতিনিধি:
ঐতিহ্যবাহি সরকারি সাত কলেজের মধ্যে সব দিক থেকে অবহেলিত কলেজ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। সুযোগ সুবিধা বঞ্চিত কলেজ। অথচ রাজধানীর বুকে দাঁড়িয়ে রয়েছে ৭৩ টি বছর। কেন এই অবহেলার শেষ হচ্ছে না??
সাত কলেজের মধ্যে সব কলেজেরি বাস,হল,ও ক্যান্টিন সুবিধা থাকলেও সোহরাওয়ার্দী কলেজে যেন কিছুই নেই। এ যেন নাই, নাই, চারদিকে নাই, নাই হাহাকার!
ঐতিহ্যবাহি কলেজ হিসেবে সোহরাওয়ার্দী কলেজের প্রতিটি ছাত্র-ছাত্রীর অন্য সব কলেজের মতো ক্যান্টিন, হল, বাস সুবিধা পাওয়া বা চাওয়া অধিকার।
তাই অধিকার আদায়ে খুব শীগ্রই চার দফা, চার দাবি নিয়ে সোহরাওয়ার্দী কলেজের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে মাঠে নামতে প্রস্তুতি নিচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।
৪ দফা দাবি হচ্ছে-
১) কলেজ বাস চাই
২) ক্যান্টনি চাই
৩) হল চাই
৪) ছাত্র সংসদ নির্বাচন চাই।
নাজমুল হুদা, দর্শন বিভাগ।
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ,ঢাকা।